ট্রাম্পের ভিডিও পোস্ট ডিলিট করবে না টুইটার

২৫ এপ্রিল, ২০২০ ২০:০৫  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ মহামারীর চিকিৎসা নিয়ে বিতর্কত ভিডিও ডিলিট করবে না বলে জানিয়েছে টুইটার। তিনি ভিডিও'তে বলেন করোনা ধ্বংস করার জন্য অতিমাত্রায় সূর্যের আলো বা শক্তিশালী রশ্মি শরীরে প্রবেশ করতে হবে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী লকডাউন চলছে আর এই কারণে বর্তমানে পূর্বের থেকে বেশি লোক টুইটারে ব্যবহার করছে। আমরা তাদের সঠিক তথ্য জানাতে সহয়তা করছি এবং যেসকল টুইট ডিলিট করলে সমস্যা হতে পারে সেগুলো এড়িয়ে চলছি। টুইটটিতে আরও বলেছে, কোভিড-১৯ সম্পর্কে কোনও বিতর্কিত তথ্য বা সমস্যা তৈরি করবে এমন সকল ভিডিও অবশ্যই ডিলিট করা হবে। উন্মুক্ত পরিসেবা হিসাবে করোনা সম্পকিত অসম্পূর্ণ বা বিতর্কিত তথ্য রয়েছে এমন টুইটের প্রয়োজন নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্পের শরীর পরিষ্কারের বা করোনাভাইরাসের চিকিৎসা হিসাবে অতিবেগুনি রশ্মির ব্যবহারকে একেবারেই ভিত্তিহীন বা হাস্যকর বিষয় বলে প্রকাশ করেছে এবং তার এই ধরণের ধারণা ঘৃণিত বলে মনে করেন।